সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল নিয়োগে জালিয়াতি, যুবক আটক

0
1


জালিয়াতির অভিযোগে আটককৃত শান্তনু মণ্ডল।

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় কাগজপত্রে জালিয়াতি করায় শান্তনু মণ্ডল নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে তাকে আটক করা হয়। পরবর্তীতে তাকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

সাতক্ষীরা জেলা পুলিশের ডিআইও-১ ইয়াছিন আলম জানান, অনলাইন থেকে প্রিন্ট বের করে হাতে ‘যোগ্য’ লিখে নিয়োগ বোর্ডের সামনে হাজির হয় শান্তনু মণ্ডল। ঘটনাটি তাৎক্ষণিক নিয়োগ বোর্ডে থাকা পুলিশ কর্মকর্তাদের নজরে আসলে কাগজপত্রে জালিয়াতি থাকায় তাকে আটক করা হয়। এরপর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ্ আল আমীনের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আটককৃতকে তিনদিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন বিচারক।

/এসএইচ