ভারতের প্রথম অ্যাপল স্টোরের উদ্বোধন

0
3


বান্দ্রা অ্যাপল স্টোর।

জমকালো আয়োজনে উদ্বোধন করা হলো ভারতে প্রথম অ্যাপল স্টোর। মঙ্গলবার (১৮ এপ্রিল ) জনপ্রিয় টেক জায়ান্টটির প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক ক্রেতাদের জন্য খোলেন ভারতের প্রথম অ্যাপল স্টোরের দরজা। খবর সিএনবিসির।

মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে চালু হয়েছে এক্সক্লুসিভ স্টোরের যাত্রা। প্রথমদিনই ছিলো বিপুল সংখ্যক ক্রেতা-ভক্তের ভিড়। এদিন, এক ভারতীয় ১৯৮৪ সালে তার কেনা অ্যাপলের একটি কম্পিউটার উপহার দেন টিম কুককে। উচ্ছ্বসিত ভারতীয়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন, আইফোন নির্মাতা প্রতিষ্ঠানের সিইও।

জানা গেছে, বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাজধানী নয়াদিল্লিতে ভারতে দ্বিতীয় অ্যাপল স্টোরটি খোলা হবে। বিশ্বের অন্যতম বৃহৎ বাজার হলেও এই প্রথম ভারতে নিজস্ব স্টোর খোলার উদ্যোগ নিলো অ্যাপল। পুরো দক্ষিণ এশিয়াতেই প্রতিষ্ঠানটির প্রথম স্টোর এটি।

/এসএইচ