‘এসএসএফ প্রাইভেট কোম্পানি লিমিটেড’ নামে চাকরির ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে অর্থ আত্মসাৎকারী চক্রের মূলহোতাসহ ৬ জনকে গ্রেফতার করেছে র্যাব।
প্রতারণার শিকার ব্যক্তিদের অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে মিরপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকের সময় ভুয়া নিয়োগপত্র, ভিজিটিং কার্ড, অর্ধ শতাধিক ডিপো জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, কর্মজীবনের শুরুতে চাকরির বিজ্ঞপ্তি দেখে তারা প্রতারণার শিকার হয়। এরপর প্রতারণাকেই পেশা হিসেবে বেছে নেয় চক্রের সদস্যরা।
র্যাব জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে মানুষকে আকৃষ্ট করতো তারা। পরে চাকরি হয়েছে বলে জামানতের টাকা আদায় করতো। মূলহোতা মাছুম আইনজীবী পরিচয় দিয়ে ভুক্তভোগীদের মামলার ভয় দেখিয়ে টাকা আত্মসাৎ করতো।
আরও পড়ুন: রাজধানীতে টিসিবির পণ্য বিক্রির প্রলোভন দেখিয়ে জালিয়াতি, আটক ১
ইউএইচ/