শিক্ষা গ্রহণে বাধা দিতে ইরানের শত শত স্কুলছাত্রীকে বিষপ্রয়োগ করা হয়েছে। দেশটির কোম শহরে এ ঘটনা ঘটেছে। খবর টাইমস নাউয়ের।
ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী ইউনেস পানাহি জানান, গত নভেম্বর মাস থেকেই শহরটির হাসপাতালগুলোতে বিষক্রিয়ায় আক্রান্ত স্কুলছাত্রীদের সংখ্যা বাড়তে থাকে। বিষয়টি নিয়ে সন্দেহ হওয়ায় তদন্তে নামে সরকার। পরে জানা যায় ইচ্ছাকৃতভাবে ওই ছাত্রীদের বিষ প্রয়োগ করা হয়েছে। ইরানের নারী শিক্ষায় বাধা সৃষ্টি করতেই এই কাজ করা হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
তবে বিষপ্রয়োগের ঘটনার সাথে কারা জড়িত সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি তেহরান প্রশাসন।
/এসএইচ