তুমুল যুদ্ধের মধ্যেই আকস্মিক সফরে ইউক্রেনের পূর্বাঞ্চল গেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন জানিয়েছেন, কমান্ডারদের সাথে সাক্ষাৎ করে যুদ্ধের সবশেষ পরিস্থিতি সম্পর্কে খবর নেন রুশ প্রেসিডেন্ট। বিবিসির খবর।
এই সফরে ইউক্রেনের পূর্বাঞ্চলে খেরসন এবং লুহানস্ক সফর করেন পুতিন। অঞ্চল দুটিতে অবস্থিত রুশ সামরিক ঘাঁটি পরিদর্শন করেন তিনি। সেই সাথে যোগ দেন সামরিক কমান্ডের বৈঠকে। পরিদর্শন করেন ন্যাশনাল গার্ডের সদর দফতরেও। তবে কখন এবং কীভাবে অঞ্চলগুলোয় সফর করেন রুশ প্রেসিডেন্ট সে বিষয়ে কিছু জানানো হয়নি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমের জেলেনস্কির পরামর্শক মিখাইলো পোডোলিয়াক টুইট করে বলেছেন, ভ্লাদিমির পুতিন ইউক্রেনের দখলকৃত ও ধ্বংসপ্রাপ্ত এলাকাগুলো দেখতে এসেছেন। এই সফরের উদ্দেশ্য হচ্ছে, রুশ সৈন্যদের অপরাধ উপভোগ করতেই পুতিনের এই সফর।
গেলো সেপ্টেম্বরে দোনেৎস্ক, খেরসন, ঝাপোরিঝিয়া ও লুহানস্ক দখল করে রুশ বাহিনী। এরপরই অঞ্চলগুলোকে রাশিয়ার অংশ করে নেয় মস্কো।
আরও পড়ুন: ৫৩ দেশে অন্তত ১০০টি গোপন পুলিশ স্টেশন আছে চীনের, এফবিআইয়ের দাবি
/এম ই