আগামী বছর ঐতিহাসিক চন্দ্রাভিযানে অংশগ্রহণ করতে যাওয়া নভোচারীদের নাম প্রকাশ করেছে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা) ও কানাডিয়ান স্পেস এজেন্সি (সিএসএ)। সোমবার (৩ এপ্রিল) টেক্সাসে এক অনুষ্ঠানে পরিচয় করিয়ে দেয়া হয় আর্টেমিস টু মিশনের ক্রুদের। খবর নাসা’র।
প্রথমবারের মতো কোনো নারী এবং কৃষ্ণাঙ্গ যোগ দিচ্ছেন চন্দ্রাভিযানে। ইতিহাস গড়তে যাওয়া এই মিশনের নেতৃত্ব দেবেন কমান্ডার রিড ওয়াইজম্যান (৪৭), যিনি ছিলেন মার্কিন নৌবাহিনীর একজন পাইলট। এর আগে, ২০১৫ সালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ভ্রমণে গিয়েছিলেন তিনি।
এই নভোচারীদের মধ্যে আছেন মার্কিন নৌবাহিনীর আরেকজন সাবেক পাইলট ভিক্টর গ্লোভার (৪৬)। তিনি একজন আমেরিকান-আফ্রিকান। ২০১৩ সালে নাসার সাথে যুক্ত হন। ২০২০ সালে প্রথম মহাকাশে যান তিনি।
প্রথম নারী হিসেবে চন্দ্রাভিজানে যাচ্ছেন অভিযান বিশেষজ্ঞ ক্রিস্টিনা হ্যামক কোচ। ৪৪ বছর বয়সী এই নারী একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। এর আগে প্রথম নারী হিসেবে একটানা ৩২৮ দিন মহাকাশে থাকার রেকর্ড গড়েন তিনি।
এই নভোচারী দলে আছেন কানাডিয়ান বিমান চালক জেরেমি হানসেন। তিনি অবশ্য এর আগে কখনও মহাকাশে যাননি।
সব ঠিক থাকলে আগামী বছরই ১০ দিনের অভিযানে চাঁদকে প্রদক্ষিণ করবেন এ নভোচারীরা। তবে সেবারই চাঁদের বুকে পা রাখবেন না তারা। সেজন্য অপেক্ষা করতে হবে আরও বছরখানেক। সেই ১৯৬৯ সালে অ্যাপোলো-১১ তে চেপে প্রথমবারের মতো চাঁদে নেমেছিল মানুষ। অর্ধশত বছরের বেশি সময় পর আবারও মনুষ্যবাহী নভোযান চাঁদে যাচ্ছে। এই মিশনের নাম- আর্টেমিস মিশন। নাসার এর অভিযান কতটা সাফল্যমণ্ডিত হতে যাচ্ছে সেটি সময়ই বলে দেবে।