উত্তর প্রদেশে এখন আর কাউকে হুমকি দেয়ার সাহস হবে না মাফিয়াদের: যোগী আদিত্যনাথ

0
3


এনডিটিভি থেকে সংগৃহীত ছবি।

উত্তর প্রদেশে এখন থেকে আর কাউকে হুমকি দেয়ার সাহস হবে না মাফিয়া চক্রের। সাবেক এমপি আতিক আহমেদ হত্যাকাণ্ডের পর প্রথম বক্তব্যে এমন মন্তব্য করলেন রাজ্যটির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। খবর এনডিটিভির।

এ সময় উত্তর প্রদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে সমালোচনার জবাবও দেন তিনি। দাবি করেন, তার শাসনামলে উত্তর প্রদেশে নিরাপত্তা পরিস্থিতি সবচেয়ে ভালো। তার নির্দেশে, রাজ্যের ৬১ মাফিয়ার তালিকা তৈরি করেছে পুলিশ। খুব শীঘ্রই তালিকাভূক্ত এই ৬১ মাফিয়ার ৫০০ কোটি রুপির সম্পদ জব্দ করা হবে বলেও জানান যোগী।

গত শনিবার (১৫ এপ্রিল) রাতে, মেডিকেল পরীক্ষার জন্য নেয়া সাবেক এমপি আতিক আহমেদ ও তার ভাই আশরাফ আহমেদকে গণমাধ্যমের সামনে গুলি করে হত্যা করা হয়। এ সময়, কঠোর পুলিশ প্রহরার দায়িত্বে ছিলেন সাবেক এক মুসলিম নেতা। এ হত্যাকাণ্ড নিয়ে এখন তুমুল বিতর্ক চলছে ভারতের রাজনীতিতে। বিরোধীদের অভিযোগ, নিরাপত্তা ঘাটতির কারণেই ঘটেছে এ হত্যাকাণ্ড।

/এসএইচ