মালিবাগে ট্রেন-বাস সংঘর্ষের ঘটনায় যান চলাচল স্বাভাবিক

0
3


রাজধানীর মালিবাগ রেলগেটে ট্রেন ও সোহাগ পরিবহনের একটি বাসের মধ্যে সংঘর্ষের পর ট্রেনলাইন থেকে বাসটি সরিয়ে নেয়া হয়েছে। কিছুক্ষণের মধ্য সড়ক ও ট্রেন যোগাযোগ স্বাভাবিক হবে।

এর আগে বুধবার (২২ মার্চ) রাত ৯টার দিকে সোহাগ পরিবহনের একটি বাসের সাথে ট্রেনের এই সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।

ঘটনার পরপরই মালিবাগসহ এর আশপাশের সব সড়কে তীব্র যানজট তৈরি হয়। ঘটনাস্থলে উৎসুক মানুষের ভীড়ের কারণে উদ্ধার তৎপরতা চালাতে গিয়ে হিমশিম খেতে হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় রেলগেট খোলা ছিল।

এটিএম/