বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী

0
3


প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি।

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও কর্মচারীদের ৯ কোটি টাকা ঈদ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যে এই টাকা ব্যবসায়ীদের মোবাইলে পৌঁছে গেছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া এ তথ্য জানান।

প্রসঙ্গত, গত ৪ এপ্রিল সকাল ৬টা ১০ মিনিটে দেশে কাপড়ের অন্যতম প্রধান মার্কেট বঙ্গবাজারে আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়ে আশপাশের আরও কয়েকটি মার্কেটে। সাড়ে ৬ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

/এমএন