অস্ট্রেলিয়ায় আততায়ীর হামলায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

0
3


ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার ডারউইনে এক বাংলাদেশি শিক্ষার্থী দুর্বৃত্তের হামলায় নিহত হয়েছেন। শিক্ষার্থীর নাম মো. ইশহাকুর রহমান সিফাত (২৩)। বুধবার (৩ মে) মধ্যরাতে ওই শিক্ষার্থীর বাসায় ঢুকে তার ওপর অতর্কিত হামলা চালানো হয়। খবর এবিসি নিউজ’র।

প্রতিবেদনে বলা হয়, মারাত্মক আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে রয়্যাল ডারউইন হাসপাতালে আনা হলে বৃহস্পতিবার (৪ মে) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই শিক্ষার্থী চার্লস ডারউইন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন।

যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

এক বিবৃতিতে নর্দান টেরিটরি পুলিশ এ মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন, মেজর ক্রাইমস ইউনিটের গোয়েন্দারা এখন হত্যাকাণ্ড হিসেবে ঘটনাটি তদন্ত করছে।

বিবৃতিতে বলা হয়, ঘটনার সাথে জড়িত ২৯ বছর বয়সী এক ব্যক্তিকে হেফাজতে রাখা হয়েছে। তবে এখনো কোনো অভিযোগ আনা হয়নি।