আদালতে আত্মসমর্পণ করতে নিউইয়র্কে ডোনাল্ড ট্রাম্প

0
0


আদালতে আত্মসমর্পণ করতে নিউইয়র্কে পৌঁছেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৪ এপ্রিল) ম্যানহাটনের আদালতে হাজিরা দেবেন তিনি। ২০১৬ সালের নির্বাচনের আগে মুখ বন্ধ রাখার জন্য সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেয়ার মামলায় তার শুনানি শুরু হবে আজ। খবর বিবিসির।

স্থানীয় সময় দুপুর সোয়া ২টার দিকে আদালতে হাজির হওয়ার কথা ৭৬ বছর বয়সী ট্রাম্পের। সোমবার নিউইয়র্কে পৌঁছেই ট্রাম্প টাওয়ারে যান সাবেক মার্কিন প্রেসিডেন্ট। এ সময় তিনি কথা বলেন আইনজীবীদের সাথে।

এর আগে ট্রাম্পের বিরুদ্ধে ঐতিহাসিক এই মামলার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ করে তার সমর্থকরা। সহিংসতার আশঙ্কায় ম্যানহাটন আদালতসহ আশপাশে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। জামিন পেলে আজই ফ্লোরিডায় ফিরে যাবেন ট্রাম্প।

এসজেড/