রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন এখনো নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। ইতোমধ্যে ৪১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও আগুনের লেলিহান শিখা বাড়ছেই। ভয়াবহ এ আগুন নিয়ন্ত্রণে ঢাকার সব ইউনিট বঙ্গবাজারে পাঠাচ্ছে ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, প্রয়োজন হলো সব ইউনিট কাজ করবে, না হলে চলে আসবে।
জানা গেছে, মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আর ৬টা ১২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় প্রথম ইউনিট।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায়নি। এছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।
এএআর/