পশ্চিমবঙ্গে ফের সহিংসতা ও গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। আগামী বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাজ্যটিতে পালিত হবে হনুমান জয়ন্তী। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে যেনো অশান্তি না ছড়ায়, সে ব্যাপারে এরই মধ্যে আগাম সর্তক করলেন মুখ্যমন্ত্রী। খবর হিন্দুস্তান টাইমসের।
এর আগে রোববার (২ এপ্রিল) রামনবমী উদযাপনের সময় সংঘাতে প্রাণ হারান কমপক্ষে ৩ জন, আহত হস কয়েকশ’ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করা হয় ১৪৪ ধারা, বন্ধ রাখা হয়েছিল ইন্টারনেট পরিষেবাও। মমতা ব্যানার্জি আশঙ্কা করছেন, হনুমান জয়ন্তী পালনকে কেন্দ্র ফের সহিংসতা ছড়াতে পারে। এই অজুহাতে পবিত্র রমজান মাসে যেনো মুসলিমদের টার্গেট না করা হয় সে ব্যপারে সতর্ক করেন তিনি।
এ নিয়ে মমতা ব্যানার্জি বলেন, বিরোধী দলগুলো ইচ্ছাকৃতভাবে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় ঢুকছে, অশান্তি পাকাচ্ছে। যেকোনো মূল্যে তাদের দমন করা হবে।
এদিকে, বিরোধীরা বলছেন, অসাম্প্রদায়িকতা উস্কে দিচ্ছে সরকার। ইচ্ছাকৃতভাবে ধর্মীয় উৎসবের র্যালি বাধা দিয়েছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরাই।
এসজেড/