ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

0
2


ঘটনাস্থলের ছবি।

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইল্লার মোড় এলাকায় সেবা গ্রীন লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি ইজিবাইকের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত তিনজন।

বুধবার (২২ মার্চ) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ফরিদপুরের সালথা উপজেলার মর্জিনা বেগম (৪৫) ও ইসমাইল (৩)। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাশ্ববর্তী ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুরে পাঠানো হয়েছে।

এ প্রসঙ্গে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি তৈমুর ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

/এসএইচ