Site icon Amra Moulvibazari

সাদার রক্তক্ষরণ এবং অন্যান্য কবিতা

সাদার রক্তক্ষরণ এবং অন্যান্য কবিতা


সাদার রক্তক্ষরণ

অন্ধকারগুলোকে সাদা দেখাতে চাও
চুপ থাকলেও সবাই কি আলো দ্যাখে!
দয়া নেই, মায়া নেই
বিবেচনাবোধ নেই…

সাদাকে রক্তক্ষরণ করাচ্ছ
এ যেন গোঁ-ধরা শুয়োরের পাশবিক হৃদয়।

****

অনিন্দ্য কাশ্মির

তোমার আলিঙ্গনেই অনেক স্বর্গ
রত্নপাথর, চাঁদ, তৃণভূমি, রুপালি গ্লাস
রক্তজবার বিশ্বাস
বশীভূত অযুত হৃদয়
সোনালি আলোর ঘরে আয়েশি বাতাস, ঘন ঘাস
গৌরবের এক সাদা কুমারির
ভেজা-ঠোঁট, সবুজ-হৃদয়।

তোমার উদাসীন দৃষ্টিতে আসতে চাই
তোমার মুখই আমার অনিন্দ্য কাশ্মির।

****

অস্তিত্ব

মেঠোপথটা তোমার দিকে গেছে
স্ট্রিট থেকে নেমেই শুরু সে-পথ
সবুজ হলুদ পেরিয়ে পুকুর-দিঘি মাড়িয়ে
মিশেছে তোমার ঘরে।

স্ট্রিট থেকে মাঠ পেরিয়ে মেঠোপথের সংযোগে
তোমার সঙ্গে হবে দেখা
যেখান থেকেই তোমার গ্রামের পথ
সেই বটগাছের নিচে
বাউল-লোকগীতির সুর যেখানে স্পন্দিত হয় বুকে
ওখানেই তোমার সঙ্গে আমার দেখা হোক।

এই শরতে—এই শারদীয় স্বচ্ছ-নীল আকাশের নিচে
সবুজ আর সুরেই আমার অস্তিত্ব; তোমারও তাই।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version