সাদার রক্তক্ষরণ
অন্ধকারগুলোকে সাদা দেখাতে চাও
চুপ থাকলেও সবাই কি আলো দ্যাখে!
দয়া নেই, মায়া নেই
বিবেচনাবোধ নেই…
সাদাকে রক্তক্ষরণ করাচ্ছ
এ যেন গোঁ-ধরা শুয়োরের পাশবিক হৃদয়।
****
অনিন্দ্য কাশ্মির
তোমার আলিঙ্গনেই অনেক স্বর্গ
রত্নপাথর, চাঁদ, তৃণভূমি, রুপালি গ্লাস
রক্তজবার বিশ্বাস
বশীভূত অযুত হৃদয়
সোনালি আলোর ঘরে আয়েশি বাতাস, ঘন ঘাস
গৌরবের এক সাদা কুমারির
ভেজা-ঠোঁট, সবুজ-হৃদয়।
তোমার উদাসীন দৃষ্টিতে আসতে চাই
তোমার মুখই আমার অনিন্দ্য কাশ্মির।
****
অস্তিত্ব
মেঠোপথটা তোমার দিকে গেছে
স্ট্রিট থেকে নেমেই শুরু সে-পথ
সবুজ হলুদ পেরিয়ে পুকুর-দিঘি মাড়িয়ে
মিশেছে তোমার ঘরে।
স্ট্রিট থেকে মাঠ পেরিয়ে মেঠোপথের সংযোগে
তোমার সঙ্গে হবে দেখা
যেখান থেকেই তোমার গ্রামের পথ
সেই বটগাছের নিচে
বাউল-লোকগীতির সুর যেখানে স্পন্দিত হয় বুকে
ওখানেই তোমার সঙ্গে আমার দেখা হোক।
এই শরতে—এই শারদীয় স্বচ্ছ-নীল আকাশের নিচে
সবুজ আর সুরেই আমার অস্তিত্ব; তোমারও তাই।
এসইউ/জেআইএম