ফিনল্যান্ড-সুইডেনের ন্যাটো সদস্যপদের পক্ষে রায় জানালো মার্কিন সিনেট

0
2


ছবি: সংগৃহীত

ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটো সদস্যপদের পক্ষে রায় জানালো মার্কিন সিনেট। বুধবার প্রস্তাবের ওপর ভোটাভুটিতে ৯৫ সিনেটর সমর্থন জানিয়েছেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

খবরে বলা হয়, এই প্রস্তাবের বিপক্ষে ভোট পড়েছে একটি। বিরোধিতা জানিয়েছেন রিপাবলিকান সিনেটর জশ হাওলি। এছাড়াও চার আইনপ্রণেতা ভোট দেয়া থেকে বিরত থেকেছেন। এবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাক্ষরের জন্য পাঠানো হবে বিলটি।

গত মাসে ফিনল্যান্ড-সুইডেনে যোগদানের বিষয়ে অনুমোদন দেয় ন্যাটোর ৩০ সদস্য। তবে জোটের চূড়ান্ত সুরক্ষা পেতে দরকার হবে প্রতিটি সদস্য দেশের পার্লামেন্টের অনুমোদন।

উল্লেখ্য, ইউক্রেনে রুশ আগ্রাসনের জেরে সামরিক জোট ন্যাটোতে যুক্ত হওয়ার আবেদন জানায় ফিনল্যান্ড ও সুইডেন। রাশিয়ার আপত্তি সত্ত্বেও খুব দ্রুত এগোয় প্রক্রিয়া।

ইউএইচ/