অবৈধ ব্যক্তির হাতে গড়া অবৈধ দলের অবৈধ মহাসচিব মির্জা ফখরুল। তাই সরকারের পদত্যাগ না চেয়ে নিজেই পদত্যাগ করুন। বিএনপি মহাসচিবের উদ্দেশে এ কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে বুধবার (২২ মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। আরও বলেন, ব্নিপির একটা গঠনতন্ত্র রয়েছে। তাতে কি বলা আছে, একজন ১২ বছর ধরে মহাসচিব থাকবে? বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী তিনি অবৈধ হয়ে গেছে। বিএনপির আন্দোলন এখন চোরাবালিতে আটকে গেছে। অর্থ পাচারকারী, দণ্ডিত আসামি তারেক রহমানের নেতৃত্ব এদেশের মানুষ মেনে নেবে না।
ছাত্রলীগের কিছু কাজের কারণে লজ্জা পেতে হয় উল্লেখ করেন ওবায়দুল কাদের। আর যাদের কারণে দলের বদনাম হচ্ছে, তাদের সংগঠন থেকে স্থায়ীভাবে বের করে দেয়ার নির্দেশ দেন তিনি। অপকর্মের সঙ্গে জড়িত কাউকে ছাত্রলীগের নেতৃত্বে আনা যাবে না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
/এমএন