জাতীয় নির্বাচনে অনিয়ম হলে ভোট বন্ধের হুঁশিয়ারি

0
1


জাতীয় নির্বাচনে অনিয়ম হলে গাইবান্ধার মতো ভোট বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। বললেন, আইন অনুযায়ী ক্ষমতার প্রয়োগ থেকে পিছু হটবে না ইসি।

বুধবার (২৫ মার্চ) দুপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। আরও বলেন, আরপিও সংশোধন হলে সাংবাদিকদের নিরাপত্তা বাড়বে। ভোটকেন্দ্র পর্যবেক্ষণ আরও সহজ হবে। ভোটে স্বচ্ছতা বাড়বে বলেও মনে করেন তিনি।

শিগগিরই আরপিও সংশোধন প্রস্তাব সংসদে পাশ হবে বলে আশা প্রকাশ করেন এই নির্বাচন কমিশনার। জানান, এর ফলে অনিয়ম বন্ধে কমিশনের ক্ষমতা বাড়বে।

নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহারের প্রসঙ্গে রাশেদা সুলতানা বলেন, বাজেটের ওপর সিদ্ধান্ত নির্ভর করবে। তবে জাতীয় নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার করতে চায় ইসি।

/এমএন