ইংলিশ ক্লাব লিভারপুলে খেলে থাকেন সাদিও মানে, মোহাম্মেদ সালাহ, নাবি কেইটা ও ইব্রাহিম কোনাতের মতো ফুটবলাররা। নিয়মিত রোজা রাখেন এসব খেলোয়াড়রা। এবার তাদের সুবিধার কথা চিন্তা করে বিশেষ একটি সুবিধা প্রবর্তন করলো ক্লাবটি।
রমজান মাসে মুসলিম খেলোয়াড়রা যাতে রোজা রাখতে পারেন সেজন্য অনুশীলনের সময়সূচিতে পরিবর্তন এনেছে লিভারপুল। বেলা দুইটা কিংবা তিনটায় অনুশীলন করলে রোজা রাখতে কষ্ট হয়। তাই, সকালে অনুশীলনের সময় নির্ধারিত হয়েছে।
লিভারপুলের ফরোয়ার্ড সাদিও মানে জানান, দলের অধিনায়ক জর্ডান হেন্ডারসন সময়সূচি পরিবর্তনের বিষয়ে কথা বলেন কোচ ইয়ুর্গেন ক্লপের সঙ্গে। মুসলিম খেলোয়াড়দের পক্ষ নিয়ে তিনিই কোচকে এ সিদ্ধান্ত নিতে রাজি করান।
আরও পড়ুন: স্টোকসই পেলেন ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়কত্ব
সংবাদমাধ্যম বেইন স্পোর্টসকে মানে বলেন, রোজা রেখে খেলা ও অনুশীলন চালিয়ে যাওয়া মোটেই সহজ কাজ নয়। তাই রোজা শুরুর আগে আমরা অধিনায়কের সাথে কথা বলেছি। বলেছি, সকালে অনুশীলন নিতে পারলে আমাদের (মুসলিম) খেলোয়াড়দের জন্য ভালো হয়। সকালে অনুশীলন করলে বাসায় গিয়ে বিশ্রাম নেয়ার সুযোগ থাকে। কোচ এতে দ্রুতই রাজি হয়ে যান। সূত্র: ডেইলি মেইল।
জেডআই/