আয়মান আল-জাওয়াহিরি হত্যার বদলা নিতে পারে আল-কায়েদা!

0
4


ছবি: সংগৃহীত

মার্কিন অভিযানে আল-কায়েদার শীর্ষ নেতা আয়মান আল-জাওয়াহিরি নিহতের ঘটনার বদলা নিতে পারে জঙ্গি গোষ্ঠীটি। এমন আশঙ্কা জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর।

বুধবার (৩ আগস্ট) এক বিবৃতিতে বলা হয়, জাওয়াহিরি হত্যার জেরে আল-কায়েদা এবং এর সমর্থক গোষ্ঠীগুলো বিশ্বের বিভিন্ন স্থানে থাকা মার্কিন স্থাপনা ও কর্মীদের টার্গেট করে হামলা চালাতে পারে। এর প্রেক্ষিতে সম্ভাব্য মার্কিনবিরোধী সহিংসতার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

প্রসঙ্গত, গেল রোববার আফগানিস্তানের রাজধানী কাবুলে মার্কিন ড্রোন হামলায় নিহত হন আল-কায়েদা নেতা জাওয়াহিরি। পরদিন সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাকে হত্যার বিষয়টি নিশ্চিত করেন। ওসামা বিন লাদেনের পরই যুক্তরাষ্ট্রের মোস্ট ওয়ান্টেডের তালিকায় ছিলেন জাওয়াহিরি। তার মাথার জন্য ২ কোটি ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ঠান্ডা ফ্রেঞ্চ ফ্রাই দেয়ার অভিযোগে ম্যাকডোনাল্ডস কর্মীকে গুলি

সূত্র: বিবিসি

জেডআই/