চট্টগ্রাম ব্যুরো:
বাণিজ্য মন্ত্রণালয় দাম নির্ধারণ করে দেয়ার পর থেকেই চট্টগ্রামের বাজারে কোথাও মিলছে না প্যাকেটজাত চিনি। টুকটাক খোলা চিনি মিললেও চাহিদার তুলনায় তা একেবারে কম। ফলে চিনির দাম গিয়ে ঠেকেছে কেজিপ্রতি ১১৬ থেকে ১১৮ টাকা। কারসাজি করছেন ডিও ব্যবসায়ীরা, এমন অভিযোগ খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের।
মূলত রাশিয়া–ইউক্রেন যুদ্ধের পর তৈরি হওয়া ডলার ও জ্বালানি সংকটের কারণে গেলো বছরের জুলাই–আগস্ট থেকে শুরু হয় চিনির বাজারের অস্থিরতা। এরপর তিন দফায় দাম বেঁধে দেয়া হয়, কিন্তু সংকট কাটেনি আর।
সর্বশেষ আমদানি শুল্ক ৫ শতাংশ কমিয়ে গত ৬ এপ্রিল আরেক দফা চিনির দাম নির্ধারণ করে দেয় বাণজ্যি মন্ত্রণালয়। নতুন দামে খোলা চিনি ১০৪ টাকা ঠিক করে দেয়া হলেও বাজারে উল্টো চিত্র দেখা গেছে। খোলা চিনির দাম গিয়ে ঠেকেছে কেজিপ্রতি ১১৮ টাকা পর্যন্ত। বাজারে খোলা চিনি মিললেও নতুন দাম নির্ধারণের পর থেকে উধাও প্যাকেটজাত চিনি।
/এমএন