আরাফাত রহমান কোকোর ৫১তম জন্মদিন পালন

0
5

অনলাইন প্রতিবেদন

স্টাফ রিপোর্টার

জাতীয় রাজনীতি, ১২ আগস্ট ২০২০

আরাফাত রহমান কোকো -বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ৫১তম জন্মদিন আজ।খানবাদ আসর গুলশান চেয়ারপারসন অফিসে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

আরাফাত রহমান কোকো ১৯৬৯ সালে ১২ আগস্ট জন্মগ্রহণ করেন।

২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হন আরাফাত রহমান। বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টার দিকে অসুস্থ অবস্থায় মালয়েশিয়ার ন্যাশনাল হাসপাতালে নেয়ার পথে তিনি ইন্তেকাল করেন।

২৮ জানুয়ারি আরাফাত রহমান কোকোর লাশ দেশে আনা হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা গুলশানে চেয়ারপারসনের অফিসে অবরুদ্ধ ছিলেন, সেখানেই ছেলের লাশ দেখেন। ওই দিনই বায়তুল মোবারক জাতীয় মসজিদে নামাজের জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।

মরহুমের নামাজে জানাজায় লাখ লাখ মানুষের উপস্থিতি ঘটে।মরহুম আত্নার মাগফেরাত কামনা চেয়ে দেশ বাসীর কাছে দোয়া চাইলেন জাফিয়া রহমান। বাবার স্মৃতি নিয়ে আজও দেশ বাসীর পাশে দাড়াতে ও জনগণের ন্যায্য অধিকার আদায়ের দাবী জানান মরহুম আরাফাত রহমান কোকোর মেয়ে জাফিয়া রহমান।