স্টাফ করেসপন্ডেন্ট, পটুয়াখালী:
পটুয়াখালীর গলাচিপায় আগুনে পুড়ে ৬টি বসতঘর ছাই হয়ে গেছে। রোববার রাতে গলাচিপা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড মুসলিম পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় শামসুল হক খান, আবদুল লতিফ, আবদুল জব্বার, নুরল ইসলাম, সৌরভ আলীর ঘর পুরোপুরি ও মনু মিয়ার ঘর আংশিক পুড়ে যায়।
ফায়ার সার্ভিস জানায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত করা যায়নি, তদন্তের মাধ্যমে পরে জানানো হবে।
এদিকে আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে রাতেই শুকনো খাবার বিতরণ করেন স্থানীয়
প্রশাসন ও জনপ্রতিনিধিরা।
ইউএইচ/