মা হারালেন অস্ট্রেলিয়ান অধিনায়ক কামিন্স

0
3


ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার নিয়মিত টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সের মা মারা গেছেন। দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।

বোর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজের ২য় টেস্ট খেলেই দেশে ফিরে যেতে বাধ্য হয়েছিলেন কামিন্স। অফিসিয়ালি জানানো হয়েছিল যে, পারিবারিক কোনো সমস্যার কারণে দেশে ফিরছেন অস্ট্রেলিয়ার এ অধিনায়ক। কিন্তু তার মধ্যেই অস্ট্রেলিয়া থেকে ভেসে এলো খারাপ খবর। প্যাট কামিন্সের মা মারিয়া কামিন্স শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

দুঃখজনক এই ঘটনাটি সামনে আসার পর গোটা ক্রিকেট বিশ্ব কামিন্সকে সহানুভূতি জানাচ্ছে। এই বিষয়টি অফিসিয়ালি ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। টেস্ট অধিনায়কের এই অপূরণীয় ক্ষতির কারণে দুঃখ প্রকাশ করেছেন তারা। মারিয়া কামিন্সের মৃত্যুতে শোক প্রকাশ করছে গোটা ক্রিকেট বিশ্ব। শ্রদ্ধাস্বরূপ অস্ট্রেলিয়া ক্রিকেট দল কালো আর্মব্যান্ড পরে মাঠে নামে।

/আরআইএম