চ্যাট জিপিটিকে টেক্কা দিতে ‘ট্রুথ জিপিটি’ আনছেন ইলন মাস্ক

0
2


চ্যাট জিপিটিকে টেক্কা দিতে এবার কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন প্ল্যাটফর্ম ট্রুথ জিপিটি বাজারে আনতে চলেছেন ধনকুবের ইলন মাস্ক। সম্প্রতি ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান তিনি। খবর রয়টার্সের।

ইলন মাস্ক বলেন, খুব শিগগিরই তার প্রতিষ্ঠানের নতুন উদ্ভাবন আসবে। এতে বদলে যাবে বিশ্ব। তবে এতে মানবসভ্যতার কোনো ধরনের আশঙ্কার কারণ নেই বলে জানান তিনি।

অবশ্য, তার উদ্ভাবিত কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আশঙ্কার কথাও প্রকাশ করেন ইলন। বলেন, ট্রুথ জিপিটি দিয়ে বিমান বা গাড়ির নকশা করালে তাতে ত্রুটি থাকতে পারে। তবে সেই সমস্যা সমাধানে কাজ চলছে।

মূলত ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী গুগলকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতেই এ ঘোষণা দিলেন ইলন। গত মাসেই, নেভাদা রাজ্যে এক্স-এ আই নামের একটি প্রতিষ্ঠান খোলেন মাস্ক। ২০১৫ সালে গুগলের ওপেন এ আই প্রতিষ্ঠানে সহ-প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। কিন্তু ২০১৮ সালেই সেই দায়িত্ব ছাড়েন তিনি।

এসজেড/