ঠাকুরগাঁওয়ে ভুট্টাক্ষেত থেকে মাদরাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

0
1


ঠাকুরগাঁও প্রতিনিধি:

পরিবারের বড় সন্তানের মৃতদেহ ভুট্টাক্ষেতে পড়ে থাকতে দেখে শোকে কাতর হয়ে বার বার অজ্ঞান হয়ে যাচ্ছিলেন পিতা দারুল হোসেন। সন্তানের হত্যাকারীর বিচার চাচ্ছিলেন তিনি।

বৃহস্পতিবার (৪ মে) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার মাদারগঞ্জ এলাকার একটি ভুট্টাক্ষেত থেকে মুরাদ হোসেন (১২) নামে ওই মাদরাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মুরাদ সদর উপজেলা মোহাম্মদপুর ইউনিয়নের পশ্চিম গিলাবাড়ি গ্রামের দারুল হোসেনের ছেলে। সে মাদারগঞ্জ হাফেজিয়া মাদরাসা খরবা এতিমখানা ও লিল্লাহ্ বোর্ডিংয়ের হেফজখানার ছাত্র ছিল।

ঠাকুরগাঁও সদর সার্কেলের এএসপি মিথুন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে পরিবারের সদস্য ও স্থানীয়দের বরাতে জানান, প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। কেউ তাকে হত্যা করে ভুট্টাক্ষেতে ফেলে রেখে গেছে। মরদেহের বিভিন্ন জায়গায় ক্ষতচিহ্ন দেখা গেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ কারণ জানা যাবে।

এটিএম/