দেশের ৪০ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে বাংলাদেশ পুলিশের ৪০ কর্মকর্তাকে। নিয়োগপ্রাপ্তদের মধ্যে অনেককে বদলি/পদায়ন করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে।
বুধবার (৩ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে জননিরাপত্তা বিভাগের উপ সচিব ধনঞ্জয় কুমার দাস সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের আদেশ জারি করা করা হয়। বাংলাদেশ পুলিশের ইতিহাসে একসঙ্গে ৪০ জেলায় নতুন এসপি নিয়োগের ঘটনা এটিই প্রথম।
যে ৪০ জেলায় নতুন এসপি নিয়োগ দেয়া হয়েছে, সেগুলো হলো- ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, পাবনা, সুনামগঞ্জ, লক্ষ্মীপুর, ঝিনাইদহ, কুমিল্লা, গাজীপুর, শরীয়তপুর, নড়াইল, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, সিরাজগঞ্জ, রাঙামাটি, লালমনিরহাট, নওগাঁ, কক্সবাজার, মুন্সীগঞ্জ, শেরপুর, নেত্রকোণা, বরিশাল, পটুয়াখালী, জয়পুরহাট, ফেনী, বান্দরবান, বরগুলা, ফরিদপুর, খাগড়াছড়ি, কিশোরগঞ্জ, ঝালকাঠি, নীলফামারী, মাদারীপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, মাগুরা এবং নাটোর।
নতুন নিয়োগপ্রাপ্ত পুলিশ সুপারদের তালিকা।