তাদের পর্দার রসায়ন বাইরেও নজরে আসতো। তবু জিজ্ঞেস করলেই বলতেন, দু’জন শুধুই ভালো বন্ধু। দক্ষিণী তারকা বিজয় দেবারাকোন্ডা এবং রাশমিকা মান্দানার মধ্যে আসলে কী চলছিল, তা জানা গেল বেশ কয়েক বছর পর। তারা এখনও পরস্পরের প্রতি মুগ্ধতা প্রকাশ করলেও তাদের বিচ্ছেদ নাকি হয়ে গেছে দুই বছর আগেই!
‘পুষ্পা: দ্য রাইজ’ মুক্তির পর জনপ্রিয়তার শীর্ষে আছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। এরমধ্যেই সহশিল্পী বিজয় দেবারাকোন্ডার সঙ্গে তার প্রেমের গুঞ্জন নিয়ে চলছে বিস্তর চর্চা। মাঝে ভারতীয় গণমাধ্যমগুলো দুজনের বিয়ের আয়োজনও সেরে ফেলেছিল প্রায়!
কিন্তু বিয়ে তো বহুদূর, দু’বছর আগে নাকি তাদের প্রেমই ভেঙে গেছে। গত বছরের শেষভাগে ভারতের সমুদ্র শহর গোয়ায় ঘুরতে গিয়েছিলেন রাশমিকা–বিজয়, এরপরই তাদের নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল নেট দুনিয়ায়। কোনো ছবিতে এক ফ্রেমে বন্দী না হলেও দুজনের আলাদা আলাদা ছবি নিয়ে প্রেমের হিসাব কষেছিলেন ভক্তরা। তবে শেষ পর্যন্ত দুইয়ে দুইয়ে চার মিললো না।
তারা কবে থেকে তারা সম্পর্কে ছিলেন তা কাউকে জানাননি। সে কারণেই রহস্য আরও ঘনীভূত হয়েছিল। কী চলছে ‘লাইগার’ অভিনেতার মনে? কিছুদিন আগে এক টক শোতে জিজ্ঞেস করেছিলেন পরিচালক করণ জোহর। সে সময় রাশমিকার বেশ সুনাম গেয়েছেন বিজয়।
কফি উইথ করনে বিজয় বলেছিলেন, রাশমিকা আমার খুব প্রিয়। খুব পছন্দ করি তাকে। আমরা একসঙ্গে সিনেমাতে কাজও করেছি। আমাদের মধ্যে খুব ভাল সম্পর্ক, এভাবেই আমাদের মধ্যে গভীর বন্ধুত্ব তৈরি হয়েছে।
সম্প্রতি, রাশমিকা অভিনীত ‘সীতা রাম’ এর প্রচারমূলক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিজয়। সেখানেও সবার সামনে রাশমিকার প্রশংসায় পঞ্চমুখ অভিনেতা। বলেন, রাশমিকা, তোমাকে সব সময় এতো সুন্দর দেখায়… কিন্তু আমি তোমার নাম বললেই সবাই হেসে ওঠে, জানি না কেনো। তার এমন সরল উক্তিতে সেখানেও হেসে উঠেছিলেন অনুষ্ঠানে উপস্থিত সবাই।
জানা গেছে, ‘গীতগোবিন্দম’ সিনেমার সেটে পরস্পর কাছাকাছি এসেছিলেন বিজয়-রাশমিকা। তখনই পর্দার রসায়ন নেমে এসেছিল বাস্তবে। কেনো তাদের মধ্যে ছাড়াছাড়ি হল, সে তথ্যও অবশ্য এখনও কেউ জানে না। এতোকিছুর পরও তাদের দেখলে প্রেমিক-প্রেমিকা বলে ভুল হতে পারে। তবে নিজেকে আপাতত ‘সিঙ্গেল’ বলেই দাবি করছেন ভারতের ‘ন্যাশনাল ক্রাশ’ হিসেবে পরিচিত রাশমিকা।
দক্ষিণ ভারতের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিশ্বজুড়ে পরিচিত পেয়েছেন এ দুই তারকা। ‘মিশন মঞ্জু’ সিনেমা দিয়ে শিগগিরই বলিউডে আসছে রাশমিকা। অন্যদিকে ‘লাইগার’ দিয়ে বলিউডে অভিষেক হতে চলেছে বিজয় দেবারাকোন্ডারও।
/এসএইচ