হজের খুতবা সম্প্রচার করা হবে বাংলা ভাষায়ও;

0
4
Hajj

ইসলাম ধর্মের ৫টি গুরুত্বপূর্ণ স্তম্ভের মধ্যে অন্যতম হলো হজ। এবার অন্যান্য ভাষার পাশাপাশি বাংলাতেও অনুদিত হবে হজের খুতবা। এই ঘোষণায় প্রবাসী সহ সকল বাংলা ভাষাভাষি লোকদের খুৎবা বোঝার ক্ষেত্রে সুবিধা হবে।

মুসলমানের জন্য জীবনে একবার হজ পালন করা ফরজ। ফরজ এই কাজ পালনের জন্য প্রতি বছর আরবী জিলহজ মাসের ৯ তারিখে সৌদি আরবের মক্কার অদূরে আরাফাতের ময়দানে সমবেত হন বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান।

এদিন দুপুরে আরাফাতের ময়দানে অবস্থিত মসজিদে নামিরা থেকে বিশ্ব মুসলিম উম্মাহর উদ্দেশ্যে ভাষণ প্রদান করা হয় যা হজের খু্ৎবা নামে পরিচিত। আর এই খুৎবা কয়েকটি ভাষায় অনুবাদ করে সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনসহ বিভিন্ন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়। এবার হজের খুতবা সম্প্রচার হবে বাংলায়ও। এতে নিয়মকানুন বোঝা সহজ হবে বলে জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

২০১৯ সালে ৫টি ভাষায় অনুবাদ করা হয় হজের খুৎবা। চলতি বছর ৩০ জুলাই অনুষ্ঠিত হবে পবিত্র হজ। এরই মধ্যে মক্কায় অবস্থান নিয়েছেন নির্বাচিত প্রায় ১০ হাজার ধর্মপ্রাণ মুসলমান। এখানে তারা ৪দিন কোয়ান্টিনে থাকবেন। এরপর ৮ জিলহজ ২৯ জুলাই মিনায় যাবেন আর এর মাধ্যমেই শুরু হবে হজের মুল আনুষ্ঠানিকতা।

লতি বছর আরবি ছাড়াও ১০টি ভাষায় হজের খুতবা অনুষ্ঠিত হবে। অন্য ভাষাগুলো হলো- উর্দু, ফার্সি, ইংরেজি, মালয়, ফ্রেঞ্চ, মান্দারিন, তুর্কি, রুশ, বাংলা ও হাবশি।


আরো খবরঃ মক্কায় হজ পালন করবেন সৌভাগ্যবান ১০ হাজার মুসল্লি!


আমাদের ফেইসবুক পেইজঃ আমরা মৌলভীবাজারি – Amra Moulvibazari