রাজশাহীতে পর্নোগ্রাফি আইনে পুলিশ কনস্টেবল গ্রেফতার

0
2


ছবি : সংগৃহীত

রাজশাহী ব্যুরো:

পর্নোগ্রাফি আইনের মামলায় রাজশাহী মহানগর পুলিশের এক কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত পুলিশ সদস্যের নাম রাশেদুল খান। তিনি রাজশাহীর এয়ারপোর্ট থানার বায়া বাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত।

শনিবার (১ এপ্রিল) রাতে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ধানসুরা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার সহযোগী শহিদুল ইসলাম সুমনকেও গ্রেফতার করে পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, নওগাঁ জেলার নিয়ামতপুর এলাকার একটি স্কুলের শিক্ষক আবুল কালাম আজাদের সঙ্গে অভিযুক্ত শহিদুল ইসলাম সুমনের পরিচয় হয়। গত ৫ মার্চ ওই শিক্ষক রাজশাহীতে আসলে সুমন তাকে নগরীর রাজপাড়া থানার বহরমপুর এলাকার একটি বাড়িতে ডেকে নেয়। সুমন ওই বাড়িতে ভাড়া থাকতেন। পূর্ব পরিচয়ের কারণে শিক্ষক সেখানে যান। বাড়িতে আগে থেকেই অবস্থান নিয়েছিলেন একজন নারী। পরে জোর করে ওই শিক্ষকের সাথে ওই নারীর অন্তরঙ্গ কিছু ছবি ও ভিডিও ধারণ করেন সুমন ও পুলিশ সদস্য রাশেদুল খান।

পরে ওই ছবি দেখিয়ে তারা শিক্ষকের কাছ থেকে মোট অঙ্কের অর্থ দাবি করেন। তাকে ফাঁসাতে সুমনকে সহযোগিতা করেন পুলিশ সদস্য রাশেদুল খান। এ ঘটনার পরে গত ২০ মার্চ রাজপাড়া থানায় ভুক্তভোগী শিক্ষক পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন।

মামলায় চাঁপাইনবাবগঞ্জ জেলার রহনপুর উপজেলার মাইনুদ্দিনের ছেলে পুলিশ কনস্টেবল রাশেদুল খান ও ভোলাহাটের রবিউল ইসলামের ছেলে শহিদুল ইসলাম সুমনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েক জনকে আসামি করা হয়।

আরএমপির মুখপাত্র ও এডিসি রফিকুল আলম বলেন, ওই পুলিশ সদস্যকে বায়া বাজার পুলিশ ফাঁড়িতে থেকে ক্লোজ করে পুলিশ লাইনে আনা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

এএআর/