মক্কায় হজ পালন করবেন সৌভাগ্যবান ১০ হাজার মুসল্লি!

0
8
Copyright: Arab News

আগামীকাল শুরু হচ্ছে মক্কায় পবিত্র হজের আনুষ্ঠানিকতা। চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম। ৮ জিলহজ্জ বাদ ফজর কাবা শরীফ তাওয়াফ শেষে মিনার উদ্দেশ্যে রওনা হবেন মুসল্লিরা।

করোনাভাইরাসের বিস্তাররোধে এ বছর সীমিত পরিসরে পালন করা হচ্ছে হজ। সৌদি আরবে বসবাসরত মাত্র ১০ হাজার মুসল্লি পাচ্ছেন পবিত্র হজ পালন করার কাঙ্খিত সুযোগ।

পবিত্র মক্কা নগরীর বর্তমান দৃশ্য আগে কখনোই দেখেনি মুসলিম বিশ্ব। করোনা সংক্রমন থেকে হজব্রত পালনে ইচ্ছুকদের সুরক্ষায় চলছে পুরোদমে ধোঁয়া-মোছা। কাবা শরীফের গিলাফ পরিবর্তনের পাশাপাশি চলছে জীবাণুমুক্ত করার কার্যক্রমও।

এর আগে রোগ প্রতিরোধক টীকা গ্রহণ করেন বাছাইকৃত দশ হাজার মুসল্লি। তাদের সবাই সৌদি আরবে বসবাস করেন। মক্কায় প্রবেশের আগেই নিজ বাড়িতে সবাই ছিলেন ১৪ দিনের কোয়ারেন্টাইনে। মক্কায় ঢুকে আবারো ৪ দিন হোটেলে আইসোলেশনে রাখা হয় তাদের। তবুও সবার মুখে অপরিসীম প্রশান্তি। মহামারীর ক্রান্তিলঘ্নেও আল্লাহ তাআলার প্রতি অসীম কৃতজ্ঞতা।

স্বাস্থ্য সতর্কতার জন্য প্রশাসনের পক্ষ থেকে দেয়া হচ্ছে এহরামের কাপড় সহ আনুষাঙ্গিক জিনিস পত্র। এমনকি জমজম কুপের পানিও তারা পাবেন বিশেষ জীবাণুমুক্ত বোতলে।

৮ থেকে ১২ জিলহজ্জ পর্যন্ত মিনা, মুজদালিফা,আরাফাতের ময়দান ও মক্কায় হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন মুসল্লিরা। সীমিত আকারের হজ আয়োজনে সৌদি নাগরিকরাও ছাড়া থাকছেন দেশটিতে বসবাসরত আরো ১০৭ দেশের মুসল্লি।

এবারই প্রথম বাংলা সহ দশ ভাষায় অনুদিত হবে পবিত্র হজের খুতবা।


আরো খবরঃ পবিত্র হজ পালন করতে মক্কায় প্রবেশ করলো হজ যাত্রীদের প্রথম দল


আমাদের ফেইসবুক পেইজঃ আমরা মৌলভীবাজারি – Amra Moulvibazari