মল্লিকা’র বিস্ফোরক মন্তব্য!

0
3


বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত।

বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত তার বিতর্কিত মন্তব্যের কারণে এর আগে আরও অনেকবার আলোচনায় এসেছেন। তার দাবি, সোজা কথা সোজাভাবে বলতে ভালোবাসেন তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘আরকেওয়াই’। এ সিনেমার প্রচারণায় তার এক সাক্ষাৎকারে ফের হৈচৈ পড়ে গেছে বলিউড ইন্ডাস্ট্রিতে।

সম্প্রতি বলিউডের অন্ধকার দিক নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন মল্লিকা। তার মতে, প্রথম সারির নায়কেরা আমার সঙ্গে কাজ করতে চাইতেন না। কারণ তাদের কুপ্রস্তাবে কখনও রাজি হইনি। যেসব নায়িকা ঘনিষ্ঠ হতে রাজি হতেন, তারাই সিনেমায় সুযোগ পেতেন বলে দাবি তার।

এমনকি কাজ পেতে হলে ইন্ডাস্ট্রিতে নায়কের সাথে সমঝোতা করতে হয় বলেও মন্তব্য করেন তিনি।

প্রসঙ্গত, হিন্দির পাশাপাশি তামিল, কন্নড়, হিন্দি, ইংরেজি এবং চীনা ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন মল্লিকা। চলচ্চিত্রে সাহসীভাবে পর্দায় উপস্থিতির জন্য বিশেষভাবে পরিচিত তিনি।

/এসএইচ