শিমুলিয়া-মাঝিকান্দি নৌ-রুটে মোটরসাইকেল পারাপার শুরু

0
0


ঈদ উপলক্ষে মোটরসাইকেল পারাপারের জন্য শিমুলিয়া-মাঝিকান্দি নৌ রুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ৬টা ৫০ মিনিটে মুন্সিগঞ্জের শিমুলিয়া ৪নং ফেরিঘাট থেকে প্রথম ফেরি, কলমিলতা ছেড়ে যায় শরীয়তপুরের মাঝিকান্দির উদ্দেশে। প্রথম দিন ভোর থেকেই ফেরিতে বাড়ি ফেরা মোটরসাইকেল আরোহীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

বিআইডব্লিউটিসি জানায়, পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকায় আজ থেকে শিমুলিয়া-মাঝিকান্দি রুটে কুঞ্জলতা ও কলমিলতা ফেরি দিয়ে মোটরসাইকেল পারাপার করানো হচ্ছে। চাপ বাড়লে ফেরির সংখ্যাও বাড়ানো হবে। প্রতি ৩ ঘণ্টা পর পর মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে ফেরি ছাড়বে শরীয়তপুরের মাঝিকান্দির উদ্দেশে। মোটরসাইকেল পারাপারে ভাড়া ১৫০ টাকা ও যাত্রী ভাড়া ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি।

ইউএইচ/