Site icon Amra Moulvibazari

গাবতলী পশুর হাটকে ‘ডিজিটাল হাট’ করা হবে: মেয়র আতিক

গাবতলী পশুর হাটকে ‘ডিজিটাল হাট’ করা হবে: মেয়র আতিক


ঢাকা (উত্তর) নগর ভবনে ‘স্মার্ট বাংলাদেশ, স্মার্ট হার্ট’ এর অনুষ্ঠানে মেয়র আতিকুল ইসলাম।

রাজধানীর গাবতলী পশুহাটকে ‘ডিজিটাল হাট’ করা হবে বলে জানিয়েছেন ঢাকা (উত্তর) সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

বুধবার (৩ জুলাই) সকালে নগর ভবনে ‘স্মার্ট বাংলাদেশ, স্মার্ট হার্ট’ এর অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

মেয়র আতিকুল ইসলাম বলেন, গাবতলী ডিএনসিসির একটি স্থায়ী হাট। এখানে সারা বছরই পশু বেচাকেনা হয়। তাই এ হাটকে স্মার্ট করতে চায় ডিএনসিসি। গত ঈদুল ফিতরে কিছু ডিজিটাল পেমেন্ট বুথ বসিয়েছিল ডিএনসিসি। টাকা মুক্ত সোসাইটি করতে পারলে অনেক বিড়ম্বনা কমবে।

এ সময়, গুলশান-বনানী এলাকায় পরীক্ষামূলক ৫০০ ব্যক্তিগত গাড়ি পার্কিংয়ের জায়গা তৈরি করা হবে বলেও জানান মেয়র আতিক।

/এসএইচ



Exit mobile version