রাজধানীর গাবতলী পশুহাটকে ‘ডিজিটাল হাট’ করা হবে বলে জানিয়েছেন ঢাকা (উত্তর) সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
বুধবার (৩ জুলাই) সকালে নগর ভবনে ‘স্মার্ট বাংলাদেশ, স্মার্ট হার্ট’ এর অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
মেয়র আতিকুল ইসলাম বলেন, গাবতলী ডিএনসিসির একটি স্থায়ী হাট। এখানে সারা বছরই পশু বেচাকেনা হয়। তাই এ হাটকে স্মার্ট করতে চায় ডিএনসিসি। গত ঈদুল ফিতরে কিছু ডিজিটাল পেমেন্ট বুথ বসিয়েছিল ডিএনসিসি। টাকা মুক্ত সোসাইটি করতে পারলে অনেক বিড়ম্বনা কমবে।
এ সময়, গুলশান-বনানী এলাকায় পরীক্ষামূলক ৫০০ ব্যক্তিগত গাড়ি পার্কিংয়ের জায়গা তৈরি করা হবে বলেও জানান মেয়র আতিক।
/এসএইচ