খালেদা জিয়ার রাজনীতি ও নির্বাচন করার সিদ্ধান্ত আদালতের ওপর নির্ভর করছে: কাদের

0
0


বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনীতি ও নির্বাচন করার সিদ্ধান্ত আদালতের ওপর নির্ভর করছে, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (১০ মার্চ) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসীন হলের সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। জানান, খালেদা জিয়াকে মানবিক কারণে জেলের বাইরে রাখা হয়েছে। তবে তার দণ্ড এখনও শেষ হয়নি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ কোনো বিলাসী রাজনীতি করে না। বিএনপিই পকেটের রাজনীতি করে। কিন্তু শেখ হাসিনার সরকার জনকল্যাণে রাজনীতি করে।

/এমএন