ফিটনেসবিহীন গাড়ির তালিকা করতে কমিটি গঠন করা হয়েছে

0
0


ফিটনেসবিহীন গাড়ির তালিকা করতে কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন সচিব এবিএম আমিন উল্লাহ নুরী। বুধবার (২২ মার্চ) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

এবিএম আমিন উল্লাহ নুরী বলেন, মোটরসাইকেল অপেশাদার মানুষের হাতে চলে গেছে। তাই রাস্তায় শৃঙ্খলা আনতে বিধিমালা তৈরি করা হচ্ছে। এ সময় বাসের চাকা বাস্ট হয়ে এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা নিয়ে কথা বলেন সড়ক পরিবহন সচিব। বলেন, এ ঘটনায় কারো হাত নেই। এরইমধ্যে মালিকের বিরুদ্ধে মামলা হয়েছে। তদন্ত শেষে কারও বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।

পরে মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন প্রকল্প নিয়েও কথা বলেন তিনি। জানান, ৪৪৫টি প্রকল্পের কাজ শেষ হয়েছে এবং ১৫৬টি প্রকল্প চলমান রয়েছে। আর যৌক্তিক কারণে প্রকল্পের খরচ বৃদ্ধি পেয়েছে বলেও জানান তিনি।

/এমএন