যুক্তরাষ্ট্রে পার্লামেন্টের নিম্নকক্ষে মুসলিমদের সমর্থনে পাস হওয়া বিলটির মাধ্যমে উল্টে যেতে পারে মুসলিম দেশগুলোর ওপর ট্রাম্প প্রশাসনের ভ্রমন নিষেধাজ্ঞা। এমনকি ধর্মীয় বৈষম্যের ভিত্তিতে অভিবাসন সমীকরনে যেকোনো ভবিষ্যৎ প্রেসিডন্টের জন্য বাধা হিসেবে কাজ করবে গুরুত্বপূর্ণ এই বিলটি।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই বিলটিকে প্রথম মুসলিম নাগরিক অধিকার বিল বলছে অভিবাসী মুসলিমদের অধিকার রক্ষায় কাজ করা গোষ্ঠীগুলো। আইন হিসেবে এটি পাস হলে মার্কিন ভূখন্ডে স্থায়ী অভিবাসনের অনুমোদন না পাওয়া অভিবাসীরাও সুরক্ষা পাবেন এতে।
যদিও এজন্য উচ্চ সিনেটের অনুমোদন দরকার হবে এই বিলে। রিপাবলিকান নিয়ন্ত্রিত বলে যা অনেকটা অনিশ্চিত থাকতে পারে।
বুধবার ডেমোক্রেটিক নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে পাশ হয় ( Natonal origin-based anti discrimination of nonimmigrants ) সংক্ষেপে ( No ban act) এর পক্ষে ভোট পরে ২৩৩টি বিপক্ষে ১৮৩টি । ডেমোক্রেট আইন প্রণেতাদের ঢালাও সমর্থনে পাশাপাশি দুইজন রিপাবলিকান আইন প্রণেতা সমর্থন দেন এই বিলে।