সংবাদমাধ্যমের অধিকাংশ মালিক সাংবাদিকদের যৌক্তিক সুযোগ সুবিধা দিতে চান না। এজন্য মালিকরা প্রস্তাবিত গণমাধ্যমকর্মী আইনের বিরোধিতা শুরু করেছেন। তাই অবিলম্বে এ আইনের কিছু সংশোধনী প্রস্তাব এনে তা সংসদে পাস করার দাবি জানিয়েছেন বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা।
বুধবার (২২ মার্চ) দুপুরে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) আয়োজিত গণমাধ্যমকর্মী আইন নিয়ে এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তারা। স্টেকহোল্ডারদের মতামত গ্রহণ করে সাংবাদিকবান্ধব আইন তৈরির পরামর্শ দেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত। এদিকে, নতুন আইনে সাংবাদিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার সংরক্ষিত করতে হবে বলে জানান এডিটরস গিল্ডের সভাপতি মোজাম্মেল বাবু। বলেন, এই আইনকে অবশ্যই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের বাইরে রাখতে হবে।
গোলটেবিল আলোচনার সভাপতি বিজেসির চেয়ারম্যান রেজওয়ানুল হক বলেন, সাংবাদিকদের ন্যায়সঙ্গত সুবিধাগুলো দিতে চায় না, যে কারণে মালিকপক্ষ গণমাধ্যম কর্মী আইনের বিরোধিতা করে আসছে।
/এমএন