মাত্র ৪ বছর বয়সেই সুফি নাচে বিশ্ব মাতাচ্ছে সিরিয়ান শিশু

0
0


সিরিয়ায় সুফি নৃত্যে মন মাতাচ্ছে মাত্র চার বছরের ছোট্ট শিশু আনাস আল-খারাত। পারিবারিক চর্চা থেকে উদ্বুদ্ধ হয়ে এক বছর বয়স থেকেই নাচের হাতে খড়ি তার। বর্তমানে সিরিয়ার সর্বকনিষ্ঠ সুফি নৃত্যশিল্পী হিসেবে স্বীকৃতি পেয়েছে শিশুটি। খবর রয়টার্সের।

আনাসের বাবা মুয়াদ আল-খারাত জানান, ছোট থেকেই আনাস আমাকে ও তার চাচাকে এই সুফি নাচের অনুশীলন করতে দেখতো। মজার ব্যাপার হলো এক বছর বয়সে হাঁটা শেখার পর থেকেই ও ঘোরার চেষ্টা করতো, নাচার চেষ্টা করতো। পরে আমরা সবাই ওকে সঠিকভাবে প্রশিক্ষণ দিতে শুরু করি। মাত্র দুই বছর বয়স থেকেই আনাস শো করা শুরু করে।

ঐতিহ্যগতভাবেই খারাত পরিবার সুফি মতাদর্শে বিশ্বাসী। কয়েক প্রজন্ম ধরেই চালিয়ে আসছে নাচের এই চর্চা। মুয়াদ বলেন, সুফি নৃত্য আমাদের পরিবারের ঐতিহ্য। আমাদের পরবর্তী প্রজন্মও এই ঐতিহ্য টিকিয়ে রাখবে, এর চেয়ে ভালোলাগার আর কি হতে পারে।

পবিত্র রমজানজুড়ে আনাস তার বাবা ও চাচাদের সাথে দামেস্কের বিভিন্ন রেস্টুরেন্ট ও জমায়েতে এই বিশেষ ধরনের নৃত্য পরিবেশন করে।

এসজেড/