মেসির ৭০০তম গোলের রাতে এমবাপ্পের জোড়া লক্ষ্যভেদ, জিতলো পিএসজি

0
4


লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। ছবি : সংগৃহীত

লিওনেল মেসির ৭০০তম গোলের রাতে মার্শেইকে ৩-০ গোলে হারিয়েছে পিএসজি। জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে।

লিগ কাপে মার্শেইয়ের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল পিএসজিকে। এবার লিগে তার মধুর প্রতিশোধ আসে মেসি-এমবাপ্পের দুর্দান্ত রসায়নে।

ম্যাচের ২৫ মিনিটে আর্জেন্টাইন তারকার অ্যাসিস্টে স্কোর শিটে নাম তোলেন এমবাপ্পে। মিনিট চারেকের মাথায় এবার এমবাপ্পের অ্যাসিস্টে গোলের দেখা পান মেসি। আর তাতেই ক্লাব ক্যারিয়ারে ৭০০তম গোলের দেখা পান এ আর্জেন্টাইন জাদুকর। যার মধ্যে বার্সেলোনার হয়ে করেছেন ৬৭২টি, আর পিএসজির হয়ে ২৮টি।

মেসির আগে এ মাইলফলক ছুঁয়েছেন কেবল ক্রিস্টিয়ানো রোনালদো। ৯৫৭ ম্যাচে তিনি করেন ৭০৯ গোল। আর মেসি এই কীর্তি গড়তে খেলেন মাত্র ৮৪০ ম্যাচ। দ্বিতীয়ার্ধে মেসির অ্যাসিস্টে নিজের দ্বিতীয় গোলের দেখা পান এমবাপ্পে। তাতে ৩-০ গোলের দাপুটে জয় পায় পিএসজি।

এএআর/