‘মস্কোর ওপর আরোপিত নিষেধাজ্ঞায় ৪শ’ বিলিয়ন ডলারেরও বেশি ক্ষতির মুখে ইইউ’

0
0


ছবি: সংগৃহীত

রাশিয়া ওপর আরোপিত নিষেধাজ্ঞার কারণে ৪শ’ বিলিয়ন ডলারের বেশি ক্ষতির মুখে পড়তে পারে ইউরোপীয় ইউনিয়ন। খবর দ্য গার্ডিয়ানের।

শুক্রবার (১৭ জুন) সেন্ট পিটার্সবার্গে বার্ষিক অর্থনৈতিক ফোরামে এ কথা বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এ সময়, মস্কোর ওপর আরোপিত পশ্চিমাদের অর্থনৈতিক অবরোধকে পাগলামি ও নির্বুদ্ধিতা বলে আখ্যা দেন তিনি।

পুতিন বলেন, এ ধরনের পদক্ষেপে শুরু থেকেই সাফল্যের কোনো সম্ভাবনা ছিল না। বরং যারা নিষেধাজ্ঞা দিয়েছে বিপদে পড়েছে তারাই। ২৭ দেশের জোটে মূল্যস্ফীতি বাড়ছে বলেও জানান পুতিন।

পুতিনের দাবি, ইউরোপে জনগণের প্রকৃত স্বার্থকে পাশ কাটানো হচ্ছে। বিভিন্ন দেশে অর্থনৈতিক সঙ্কটের জন্য রাশিয়া দায়ী নয় বলেও দাবি করেন তিনি। পুতিনের অভিযোগ, পশ্চিমারা নিজেদের ভুলের দায় চাপাচ্ছে মস্কোর ওপর।

এদিকে, ইউক্রেনে অভিযান শেষে কিয়েভ-মস্কো সম্পর্ক আবার স্বাভাবিক হয়ে যাবে বলে আশাবাদ জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। বলেন, আগে হোক বা পরে আগের অবস্থায় ফিরবে পরিস্থিতি।

পুতিন বলেন, ইউক্রেনের জনগণ বুদ্ধিমান। আমরা সব প্রতিবেশীর উন্নতি চাই। একটা বিষয় স্পষ্ট করতে চাই, দু’দেশের সম্পর্ক অবশ্যই আগের মতো হবে। আমরা সবার সাথেই সম্পর্ক পুনরুদ্ধারে প্রস্তুত।

/এসএইচ