টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

0
2


সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক ভারত। বাংলাদেশ একাদশে এসেছে দুই পরিবর্তন। দলে ফিরেছেন তানজিদ হাসান তামিম ও মাহেদী হাসান। বাদ পড়েছেন জাকের আলী ও মেহেদি হাসান মিরাজ। অপরদিকে, একাদশে এক পরিবর্তন নিয়ে মাঠে নামবে ভারতীয় দল। অর্শদীপ সিংয়ের জায়গায় এসেছেন রবি বিষ্ণোই।

শনিবার (১২ অক্টোবর) হায়দরাবাদের রাজিব গান্ধি আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মুখোমুখি হবে দু’দল। সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যেই সিরিজ খুইয়েছে সফরকারীরা।

বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন ইমন, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মাহেদী হাসান, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।

ভারত একাদশ: অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, সুরিয়াকুমার যাদব (অধিনায়ক), নিতিশ রেড্ডি, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই ও মায়াঙ্ক যাদব।

উল্লেখ্য, দু’দলের এর আগের ১৬ বারের দেখায় ১৫ বারই জিতেছে ভারত। ২০১৯ সালে দিল্লিতে একমাত্র জয়টি পেয়েছিল বাংলাদেশ।

/এমএইচআর