সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে স্বাগতিক ভারতের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। তবে টাইগার বোলারদের ছন্নছাড়া পারফরম্যান্সে রানের ফোয়ারা ছুটিয়েছে ভারতীয় ব্যাটাররা। সঞ্জু-সুরিয়াকুমারের তাণ্ডবে পাওয়ার প্লে’র ৬ ওভার শেষে ভারতের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৭৬ রান।
পাওয়ার প্লেতে ভিন্ন চার বোলার ব্যবহার করেছেন অধিনায়ক শান্ত। তবে স্বাগতিক ব্যাটারদের মারমুখি ভঙ্গিমায় খেই হারিয়েছেন সবাই।
ইনিংসের শুরুতে মাহেদী হাসানের হাতে বল তুলে দেন অধিনায়ক নাজমুল হোসেন। প্রথম ওভারে ৭ রান দেন তিনি। দ্বিতীয় ওভারের প্রথম দুই বল ভালো করলেও তাসকিনের শেষ চার বলে টানা চারটি চার মারেন ওপেনার সঞ্জু স্যামসন।
তৃতীয় ওভারে বল করতে এসে শুরুতেই অভিষেক শর্মাকে বিদায় করেন তানজিম হাসান সাকিব। ব্যক্তিগত ৪ রানে মাহেদী হাসানের তালুবন্দি হয়ে মাঠ ছাড়েন এ ওপেনার। ক্রিজে আসেন স্বাগতিক অধিনায়ক সুরিয়াকুমার। তিনিও ব্যাট হাতে মারমুখি ভূমিকায় আবির্ভূত হন।
একের পর এক চার-ছক্কায় দিশেহারা টাইগার বোলাররা। পরের দুই ওভারে তাসকিন-তানজিমের বলে রান উৎসবে মাতেন সঞ্জু-সুরিয়াকুমার।
/এমএইচআর