সম্প্রতি এমবিএ সম্পন্ন করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড় মাহমুদুল্লাহ রিয়াদ। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন তিনি। নিজের ফেসবুক ওয়ালে এ খুশির খবরটি দিয়েছেন রিয়াদ নিজেই।
মঙ্গলবার (২১ মার্চ) খবরটি জানাতে এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে এবং আমার সর্বাত্মক প্রচেষ্টায় সবসময় ক্লাসে অংশ নেয়ার চেষ্টা করেছি। নিয়মিত অ্যাসাইনমেন্ট করেছি এবং পরীক্ষার হলে বসেছি।
মাহমুদুল্লাহ আরও লিখেছেন, পেশাদার ক্রিকেটার হিসেবে স্নাতকোত্তর সম্পন্ন করা কঠিন। তবে এআইইউবি থেকে আমি আমার পোস্ট গ্র্যাজুয়েশন (এমবিএ) শেষ করেছি। দুর্ভাগ্যবশত ক্রিকেট ম্যাচ থাকায় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিতে পারিনি। আমার সম্মানিত শিক্ষকবৃন্দ এবং এআইইউবিকে ধন্যবাদ।
প্রসঙ্গত, এর আগে একই বিশ্ববিদ্যালয় থেকে সাকিব আল হাসান স্নাতক সম্পন্ন করেছেন। গত ২০ মার্চ এআইইউবি’র ২১তম সমাবর্তনে অংশ নেন বিশ্বসেরা অলরাউন্ডার।
এএআর/