জার্মানি-ইতালি পুলিশের যৌথ অভিযানে ‘দ্রানঘেটা’ মাফিয়া গ্রুপের শতাধিক সদস্য আটক

0
2


জার্মানি ও ইতালি পুলিশের যৌথ অভিযানে ধরা পড়লো কুখ্যাত মাফিয়া (দ্রানঘেটা) গ্রুপের শতাধিক সদস্য। অর্থপাচারের মামলায় ইতালি ও জার্মানির বিভিন্ন শহরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

খবরে বলা হয়, কর ফাঁকি, জালিয়াতি, মাদক ও অস্ত্র পাচারের সাথে জড়িত থাকার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। ইতালির সর্বদক্ষিণে ক্যালাব্রিয়া অঞ্চলকে ঘিরে গড়ে উঠেছিল চক্রটি। সময়ের সাথে সাথে বিস্তৃত হয় নেটওয়ার্ক। পরিণত হয় বিশ্বের অন্যতম বৃহত্তম মাফিয়া গ্রুপে।

গ্যাংয়ের সদস্যদের ধরতে যৌথ তদন্ত ও একযোগে অভিযান চালিয়েছে জার্মানি, বেলজিয়াম, ফ্রান্স, ইতালি, পর্তুগাল ও স্পেন। প্রায় তিন বছর ধরে ‘অপারেশন ইউরেকা’ নামে তদন্ত করছিল জার্মান পুলিশ।

তারা জানা যায়, ২০১৯ সালের অক্টোবর থেকে ২০২২ সালের জানুয়ারি পর্যন্ত প্রায় ২৫ টন কোকেন পাচার করেছে গোষ্ঠীটি। ইতালি থেকে বেলজিয়াম, নেদারল্যান্ডস ও দক্ষিণ আমেরিকায় পাচার করেছে ২ কোটি ৪২ লাখ ডলার।

ইউএইচ/