রূপগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে চনপাড়া বস্তিতে দুই দিনের টানা সংঘর্ষে শুক্রবার (১৭ জুন) সন্ধ্যায় সজল মিয়া (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ১০ জন গুলিবিদ্ধসহ অন্তত ২৫ জন আহত হবার খবর পাওয়া গেছে।
নিহত সজল চনপাড়ার ৯ নং ওয়ার্ডের ৮ নং প্লটের বুলু মিয়ার ছেলে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) হুমায়ন কবির মোল্লা।
পুলিশ ও এলাকার মানুষ জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত দেড় মাস যাবত চনপাড়ার সন্ত্রাসী জয়নাল গ্রুপের সাথে রাজা ও সিটি শাহিন গ্রুপের দফায় দফায় সংঘর্ষ চলছিল। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার ফের সংঘর্ষের ঘটনা ঘটে। যা থেকে থেমে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত চলছিল। এই সংঘর্ষে পারভীন, ডন আরিফ, মামুন, ফেরদৌস, হিরা, জুবায়ের, জালাল, শাওন, শহিদ, কাদেরসহ ২৫ জন আহত হয়।
এদের মধ্যে ইটের আঘাতে আহত সজলকে শুক্রবার বিকেল ৫টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যা সাড়ে ৬টায় মারা যায় সে। নিহত সজল রাজা ও সিটি শাহিন গ্রুপের সদস্য বলে জানান স্থানীয়রা। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে জানিয়েছেন পুলিশ।
জেডআই/