ভবিষ্যতে সোহাগকে ফেডারেশনে আসতে দেয়া হবে না: সালাম মুর্শেদী

0
2


বাংলাদেশ ফুটবল ফেডারেশেনে (বাফুফে) ভবিষ্যতে আর কখনোই আবু নাইম সোহাগকে আসতে দেয়া হবে না বলে জানিয়েছেন সংস্থাটির জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী। বললেন, নির্বাহী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়েছে, ভবিষ্যতে বাফুফেতে তার কোনো জায়গা হবে না।

সোমবার (১৭ এপ্রিল) বিকেলে তিনি এ কথা জানান। ফিফা থেকে নিষেধাজ্ঞা পাওয়া আবু নাঈম সোহাগের কোনো দায়িত্ব বাফুফে নেবে না বলেও জানান আব্দুস সালাম মুর্শেদী।

আবু নাইম সোহাগের বিরুদ্ধে ফিফা থেকে দেয়া নিষেধাজ্ঞার বিষয়ে বাফুফের ৪ সহ-সভাপতিকে নিয়ে ৭ সদস্যের বিশেষ তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। এক মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

আরও পড়ুন: বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার

/এএইচ/এমএন