কৃষি মেলা পরিদর্শনে গিয়ে খামারিদের তোপের মুখে পড়লেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। উত্তেজিত কয়েকজন প্রকাশ্যেই রাগ ঝাড়েন তার ওপর। অর্থনৈতিক মন্দা, জলবায়ু পরিবর্তনসহ নানা ইস্যুতে সরকারের কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করেন তারা। পরে তাদেরকে শান্ত করতে মুখোমুখি আলোচনার প্রস্তাব দেন ম্যাকরন। খবর রয়টার্সের।
সামনেই দাঁড়িয়ে দেশের প্রেসিডেন্ট, চারপাশ ঘিরে নিরাপত্তা বাহিনী। কোনোকিছুর তোয়াক্কা না করেই জনসম্মুখে ইমানুয়েল ম্যাকরনের ওপর ক্ষোভ ঝাড়লেন উত্তেজিত এ তরুণ। তিনি একা নন, প্রেসিডেন্টকে সামনে পেয়ে অসন্তোষের কথা জানান আরো কয়েকজন খামারি। প্যারিসের বিখ্যাত কৃষিমেলায় গিয়ে এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন ম্যাকরন।
ফ্রান্সে রাজনৈতিক-অর্থনৈতিক টানাপোড়েন এবং জলবায়ু পরিবর্তন ইস্যুতে সরকারের নিষ্ক্রিয়তা নিয়ে এমনিতেই সরকারের উপর ক্ষুব্ধ অনেকে। যার কিছুটা বহিঃপ্রকাশ ঘটছে শনিবার শুরু হওয়া কৃষিমেলায়। কয়েক দফায় প্রেসিডেন্টকে প্রশ্নবানে জর্জরিত করেন খামারিরা।
ক্ষুব্ধ খামারিদের শান্ত করতে ব্যর্থ হলেও তাদের এলিসি প্রাসাদে আমন্ত্রণ জানান ম্যাকরন। প্রস্তাব দেন মুখোমুখি আলোচনার।
এ ব্যাপারে প্রেসিডেন্ট ম্যাকরন বলেন, যেকোনো আলোচনার সময় উত্তেজিত হওয়া উচিত না। যারা আজ আমার সাথে কথা বলতে এসেছিলেন, তাদেরকে কার্যালয়ে আসার আহ্বান জানাচ্ছি। সবাই মিলে গঠনমূলক আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছনো সম্ভব।
এর আগেও জনসংযোগকালে অপ্রীতিকর ঘটনার মুখে পড়েছিলেন ম্যাকরন। প্রেসিডেন্টের গালে চড়ও মারেন এক ব্যক্তি। এসব ঘটনা প্রেসিডেন্টের জনপ্রিয়তায় ভাটা পড়ার ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।
এটিএম/